নাক্স ভমিকা হোমিও ঔষধ

নাক্স ভমিকা হোমিও ঔষধ – আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঔষধ নাক্স ভমিকা(NUX VOMICA) নিয়ে A -Z আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চলুন আলোচনা শুরু করা যাক।

নাক্স ভমিকা (NUX VOMICA) – পয়জন-নাট

উৎস: প্রানিজ।

কাতরতা- শীতকাতর।

পলিক্রেস্ট ঔষধগুলির মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তম, কারণ এর লক্ষণগুলোর বেশিরভাগই মানুষের মধ্যে সাধারণভাবে দেখা যায় এবং বিভিন্ন সময়ে ঘন ঘন হওয়া রোগের লক্ষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

ফলে, এই ঔষধটি অনেক ধরনের অসুস্থতার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অতিরিক্ত ঔষধ গ্রহণের ফলে শরীরে যে কুফল দেখা দেয়, তা দূর করতে সাহায্য করে। আধুনিক জীবনযাত্রা থেকে সৃষ্ট নানা সমস্যার অন্যতম সমাধান নাক্স ভমিকা।

নাক্স ভমিকা হোমিও ঔষধ
নাক্স ভমিকা হোমিও ঔষধ

 

নাক্স ভমিকা ঔষধের শারীরিক বৈশিষ্ট্য

রোগা পাতলা মানুষ, হলুদাভ মুখমণ্ডল,ফ্যাকাশে গায়ের রঙ। মুখমণ্ডল রেখাযুক্ত ভাঁজ, চোখের নিচে কালো। কর্মশীল, দ্রুত সবকিছু করে। দ্রুত কথা বলে, দ্রুত খায়। (Psychosomatic syndrome) সাইকোসোমেটিক সিন্ড্রোম। উত্তেজনাপূর্ণ ব্যক্তি।

Read More:হোমিও ঔষধের নামের তালিকা ও কাজ

নাক্স ভমিকা কোথায় কাজ করে

ক্রিয়াস্থল

মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র, স্নায়ু।  পরিপাকতন্ত্র (পেট, যকৃত, অন্ত্র)।  শ্বাসযন্ত্র,  গম্ভীর স্বভাবের কালো চুলের পুরুষ। প্রধানত ডান দিক, তবে কখনও বাঁ দিকও।

 

নাক্স ভমিকা ঔষধের মানসিক বৈশিষ্ট্য

মন

  • অত্যন্ত খিটখিটে; হিংসুটে, বিদ্বেষপরায়ন।
  • সংবেদনশীল ব্যক্তিত্ব: অতিরিক্ত সতর্ক, পরিপাটি, খুঁতখুঁতে ও আবেগপ্রবণ।
  • অতিরিক্ত সংবেদনশীলতা: কিছুতেই শব্দ, গন্ধ, আলোক প্রভৃতি সহ্য করতে পারে না।
  • কেউ তাকে স্পর্শকরুক, রোগী তা • পচ্ছন্দ করে না। (Chamomilla, Ignatia amara, Staphisagria)-এর মতো ঔষধে সংবেদন্সিক।
  • সময় অত্যন্ত ধীরে যায় ৷
  • এমনকি সামান্য উপসর্গেও রোগীর উপর বিশালভাবে প্রভাব বিস্তার করে।
  • অপরকে গালি দেওয়া রোগীর স্বভাব।
  • বিষন্ন, অপরের খুৎ ধরে বেড়ায়।
  • স্থির পূর্বানুভূতি যে মৃত্যু আসন্ন; এমনকি দিন বা সময়ও পূর্বাভাস দেয় (বিশেষত প্রসবকালে)।

 

নাক্স রোগীর বৈশিষ্ট্য

  • মিতব্যয়ী, চটপটে, কর্মঠ, স্নায়বিক এবং খিটখিটে মেজাজের অধিকারী।
  • প্রচুর মানসিক পরিশ্রম করে ও মানসিক চাপে থাকে।
  • দীর্ঘ সময় অফিসে বসে কাজ করা, অতিরিক্ত পড়াশোনা, ব্যবসায়িক উদ্বেগ ও আতঙ্কে আক্রান্ত।

 

অভ্যাস জীবনধারা  

  • উত্তেজক বস্তু যেমন কফি, মদ, তামাক গ্রহণে আসক্ত হয়ে পড়ে।
  • মশলাযুক্ত ও উত্তেজক খাদ্য পছন্দ করে।
  • অতিরিক্ত রাতজাগার কারণে মাথা ভার, অজীর্ণতা ও খিটখিটে মেজাজ দেখা দেয়।
  • বিভিন্ন ধরনের বিরেচক বা যকৃতের বড়ি গ্রহণ করে, যা শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে।

 

Nux Vomica এর উপকারিতা কী কী

  • পুরুষদের জন্য বেশি কার্যকরী।
  • উত্তেজিত স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে।
  • পাকস্থলী ও যকৃত সংক্রান্ত সমস্যায় বিশেষ কার্যকর।
  • সহজেই ঠান্ডা লেগে যায় এবং মুক্ত বাতাস এড়িয়ে চলে।
  • মানসিক অস্থিরতা ও হিংস্রতা দেখা যায়।
  • নড়াচড়া ও স্পর্শে অস্বস্তি বৃদ্ধি পায়।
  • শীতল পরিবেশে সহজেই অসুস্থ হয়ে পড়ে।
  • অনিয়ন্ত্রিত আচরণ ও মানসিক অস্থিরতা দেখা দেয়।

Read More:ল্যাকেসিস হোমিও ঔষধ 

নাক্স ভমিকা হোমিও ঔষধের কাজ কি 

লক্ষণ সাদৃশ্য ব্যবহার করলে চমৎকার ফলাফল পাওয়া যায়-

রোসেসিয়া ব্রণ (Acne rosacea) (একধরনের ত্বকের সমস্যা) , মদ্যপানজনিত সমস্যা্‌, দৃষ্টিহীনতা,দৃষ্টিক্ষীণতা,  রাগের কারণে শরীরের সমস্যা,   স্ট্রোক,  অ্যাজমা (শ্বাসকষ্টের রোগ)  পিত্তজনিত সমস্যা,   অতিরিক্ত পিত্তজনিত অসুস্থতা,  মূত্রাশয়ের সমস্যা,   হাড়ে গুটি বা গাঁট।

মস্তিষ্কের রোগ,  শ্বাসে দুর্গন্ধ,  গাড়িতে উঠলে বমি বা অস্বস্তি /Carriage-sickness (মোশন সিকনেস),  সর্দি-কাশি বা ঠান্ডা লাগা,   মাথার তালুতে ব্যথাযুক্ত দাগ(Clavus),   ঠান্ডা লাগা বা সংক্রমণজনিত সমস্যা,   পেটব্যথা , কোষ্ঠকাঠিন্য,   খিঁচুনি,  কাশি,   মাংসপেশির টান বা ক্র্যাম্প,  ভ্রম বা বিভ্রান্তি (Delirium) পাতলা পায়খানা (Diarrhoea)।

রক্ত আমাশয় (Dysentery), হজমের সমস্যা (Dyspepsia),  স্বপ্নদোষ(Emissions.),  মৃগী রোগ (Epilepsy), অতিরিক্ত যৌন কল্পনা (Erotomania.),  চোখের রোগ; গাউটজনিত প্রদাহ,   পিত্তথলিতে পাথর (গলস্টোন),   পেটে তীব্র ব্যথা (Gastrodynia.),  গাউট (একধরনের বাত রোগ),  অর্শ বা পাইলস (Haemorrhoids)।

মাথাব্যথা,  হৃদরোগ বা হার্টের সমস্যা,   হার্নিয়া,   অন্ডকোষে পানি জমা (হাইড্রোসিল),  অতিরিক্ত দুশ্চিন্তা বা বিষণ্নতা (হাইপোকন্ড্রিয়াসিস),  পুরুষত্বহীনতা (ইমপোটেন্স),  আলোড়িত জ্বর (ইন্টারমিটেন্ট ফিভার),  তুতলানো (লিস্পিং),   লিভারের রোগ,  স্নায়বিক রোগ (লোকোমোটর অ্যাটাক্সি), কোমর ব্যথা (লুম্বাগো)।

স্বমেহন (Masturbation),  চোখের সামনে উড়ন্ত বিন্দু দেখার সমস্যা (Muscae volitantes),   মস্তিষ্কের প্রদাহ (মায়েলাইটিস),   রাতে দেখার ক্ষমতা কমে যাওয়া (নাইট ব্লাইন্ডনেস),  দুঃস্বপ্ন (নাইটমেয়ার),  নাকের রোগ,  নারীদের অতিরিক্ত যৌন বাসনা (নিম্ফোম্যানিয়া), পক্ষাঘাত বা প্যারালাইসিস (স্নায়বিক সমস্যা)।

পুরুষাঙ্গের সংকোচন (প্যারাফাইমোসিস) Paraphimosis.   গর্ভাবস্থার সমস্যা; ভুয়া গর্ভাবস্থা,  পাকস্থলীর প্রবেশদ্বারের সমস্যা (পাইলোরাসের রোগ) Pylorus, disease of. কিডনির পাথর (রেনাল ক্যালকুলাই), সমুদ্র ভ্রমণে বমি বা অসুস্থতা (সি-সিকনেস), যৌন বিকৃতি বা অস্বাভাবিক যৌন আচরণ (Sexual perversion)  অস্বাভাবিক ঘুমের সমস্যা।

বিকৃত বা অস্পষ্ট কথা বলা,  স্বপ্নদোষ বা শুক্রাণুর অস্বাভাবিক ক্ষরণ (স্পার্মাটোরিয়া),  চোখের বিভ্রান্তি বা কানা হওয়া (স্ট্রাবিসমাস) Strabismus.   জিহ্বার স্বাদ পরিবর্তন হওয়া,   অতিরিক্ত চা পানের কুফল,   বারবার পায়খানার চাপ (টেনেসমাস),  অতিরিক্ত ধূমপানের অভ্যাস, জিহ্বার রোগ।

শ্বাসনালীতে সমস্যা, মূত্রনালীর সংকোচন বা খিঁচুনি,   প্রস্রাব বারবার হওয়া,  গর্ভাশয় নিচে নেমে যাওয়া (প্রোলাপস অফ ইউটেরাস),  যোনির নিচে নেমে যাওয়া (প্রোলাপস অফ ভ্যাজাইনা), মাথা ঘোরা (ভার্টিগো), অ্যা সিডিটি বা পেট জ্বলা (ওয়াটারব্রাশ),   পেটে কৃমি (ওয়ার্মস),  বারবার হাই তোলা (ইয়নিং)।

নাক্স ভমিকা হোমিও ঔষধ
নাক্স ভমিকা হোমিও ঔষধ

 

মাথা

মাথার পিছনের অংশে অথবা চোখের উপর বেদনা তৎসহ মাথাঘোরা; মনে হয় যেন, মস্তিষ্কটি বৃত্তাকারে ঘুরছে। অতি অনুভূতি প্রবণ। মাথাঘোরা, তৎসহ অল্প সময়ের জন্য অচৈতন্য হয়ে পড়ে। সকালে, ধূমপানে, মানসিক পরিশ্রমে মদ্যপানে, কফিপানে, মুক্ত বাতাস প্রভৃতিতে বৃদ্ধি।

মাথার ব্রহ্মতালুতে চাপ দেবার মত বেদনার অনুভূতি, মনে হয় যেন একটি পেরেক ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সকালে ও রাত্রে আহারের পরে মাথা ঘোরা। মাথার চামড়া স্পর্শকাতর। মাথার কপাল অংশে বেদনা, তৎসহ কোনকিছুর উপর মাথাটি চেপে ধরার ইচ্ছা। মাথায় রক্ত সঞ্চয় হেতু বেদনা, তৎসহ সংশ্লিষ্ট থাকে অর্শ।

চোখ

আলোকাতঙ্ক, সকালে খুব বেশী হয়। চোখের ভিতরের দিকের কোনে হুলফোটার মত বেদনা তৎসহ শুষ্কতার অনুভূতি। চক্ষু গহ্বরের নিম্নাংশের স্নায়ুশূল, তৎসহ চোখ থেকে জল পড়ে। অপটিক নার্ভের শীর্ণতা, কারণ মাদকদ্রব্যের ব্যবহারের অভ্যাস। চক্ষুকোটরের নর্তন, যা মাথার পিছনের অংশ পর্যন্ত প্রসারিত হয়। অপটিক নার্ভের প্রদাহ।

কান

কর্মর্নলীর ভিতর দিয়ে কানে চুলকানি। কর্ণ নলী শুষ্ক ও অনুভূতি প্রবণ। কানের শূলবেদনা;বিছানায় বৃদ্ধি।

নাক

শুষ্ক, শীতল আবহাওয়ায় ঠান্ডা লেগে সর্দ্দি ও নাক বন্ধ হওয়া; বিশেষতঃ রাত্রে ও গরম ঘরে বৃদ্ধি। এত সেনসিটিভ যে, সুগন্ধ নাকে গেলে রোগী মূৰ্চ্ছা যায়। সর্দি;দিনের বেলায় তরল সর্দ্দি, রাত্রে এবং ঘরের বাইরে গেলে নাক বন্ধ হয়ে যায়; অথবা পর্যায়ক্রমে এক দিকের এবং অপর দিকের নাক বন্ধ হয়ে যায়। সকালে রক্তস্রাব (ব্রায়োনিয়া)।

মুখগহ্বর

চোয়ালগুলি সঙ্কুচিত। জিহ্বার প্রথম অর্ধভাগ পরিষ্কার; পিছনের অর্ধভাগ গভীরভাবে লোমাবৃত বলে মনে হয়; জিহ্বার কিনারায় সাদা, হলদেটে ফাটা সমূহ। দাঁতের যন্ত্রণা, ঠান্ডা বস্তুতে বৃদ্ধি। মাঢ়ী স্ফীত, সাদাবর্ণযুক্ত ও মাঢ়ী থেকে রক্ত পাত হয়৷

গলা

চেঁচে ফেলার ন্যায় অনুভূতি। সকালে ঘুম থেকে উঠার পরে, গলার ভিতরে সুড়সুড় করে।

পাকস্থলী

টক আস্বাদ এবং সকালের দিকে বমি-বমিভাব, আহারের পরে। পাকস্থলীতে ভারবোধ ও বেদনা, আহারের কিছু সময় পরে বৃদ্ধি। পেট ফাঁপা ও মুখ দিয়ে জল কাটে। টক, তিতো আস্বাদযুক্ত ঢেকুর। পেটের উপরের অংশ স্ফীত, তৎসহ পাথরের ন্যায় চাপবোধ, আহারের বেশ কয়েক ঘন্টা পরে।

উত্তেজক বস্তু খেতে ভালোবাসে। চব্বি জাতীয় বস্তু পছন্দ করে এবং ঐগুলি বেশ সহ্য হয় (পালসেটিলার বিপরীত)। কড়া জাতীয় কফি পানের পরে অজীর্ণ রোগ। পেটে জমা হওয়া বায়ু উদগারে কষ্ট। বমি করার ইচ্ছা, কিন্তু করতে পারে না ।  দুর্দান্ত ক্ষুধা, অগ্নিমান্দ্য আক্রমনের একদিন আগে।

নাক্স ভমিকা মল

কোষ্ঠকাঠিণ্য, তৎসহ বারে বারে নিষ্ফল মলত্যাগের ইচ্ছা, মলত্যাগ অসম্পূর্ণ এবং অসস্তোষজনক;মনে হয় যেন মলের কিছুটা অংশ নির্গত না হয়ে ভিতরে রয়ে গেছে। সরলান্ত্রের সঙ্কোচন।পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিণ্য ও উদরাময়, বিরেচক, জাতীয় ঔষধ ব্যবহারের কুফলজনিত কারণে।মলবেগ;অত্যন্ত বেদনাপূর্ণ, অত্যন্ত তীব্র ঔষধ ব্যবহারের পরে।

পিঠ

কোমর স্থানে পিঠের বেদনা। শিরদাঁড়ার ভিতরে জ্বালা, বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে বৃদ্ধি। বিছানায় পাশ ফেরার সময় অবশ্যই উঠে বসতে বাধ্য হয়।

গাঁটে ব্যথা: বেশি মসলাযুক্ত খাবার খেলে শরীরে ব্যথা বাড়ে।

হৃদরোগ:  হৃদস্পন্দনের অস্বাভাবিকতা। মনে হয় যেন বুকে কোনো আঘাত লাগছে।

নাক্স ভমিকা হোমিও ঔষধ
নাক্স ভমিকা হোমিও ঔষধ

 

প্রস্রাব

প্রস্রাব থলির অস্বস্তি,বারে বারে প্রস্রাবের বেগ। রক্ত প্রস্রাব (ইপিকাক, টেরিবিন্থ)। নিষ্ফল বেগ, আক্ষেপিক এবং বেদনাপূর্ণ প্রস্রাব । প্রস্রাব করার সময়, প্রস্রাব নলীতে চুলকায়ও প্রস্রাবথলির গ্রীবাদেশে বেদনা হয়।

শ্বাস-প্রশ্বাস যন্ত্রসমূহ

প্রদাহিক স্বরভঙ্গ, তৎসহ গলার ভিতর চেঁচে ফেলার মত অনুভূতি। আক্ষেপিক সঙ্কোচন।  হাঁপানী, তৎসহ পাকস্থলীর পূর্ণতা অনুভূতি, সকালে অথবা খাওয়ার পরে। অগভীর শ্বাস- প্রশ্বাস। কাশির ফলে ফেটে যাবার মত মাথার বেদনা এবং পেটের উপরের অংশে থেঁৎলিয়ে যাবার মত বেদনা৷

পুরুষের

খুব সহজেই সঙ্গমেচ্ছা দেখা দেয়। উগ্র আধুনিক জীবন যাপনের ফলে বীর্যপাত। অন্তদ্বয়ে সঙ্কোচনবৎ বেদনা। অণ্ডপ্রদাহ  (হ্যামামেলিস; পালসেটি-না)। জলের মত পাতলা বীর্য, তৎসহ স্বপ্নসমূহ, পিঠের বেদনা, মেরুদন্ডে জ্বালাবোধ, দুর্বলতা ও খিটখিটে মেজাজ ।

স্ত্রীরোগ

মাসিক ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের অনেক আগে, সর্বদাই অনিয়মিত, রক্ত কালোবর্ণের (সাইক্লামেন, ল্যাকেসিস; পালসেটিলা) তৎসহ থেকে থেকে অবসন্নতা। অপর্যাপ্ত প্রসববেদনা, বেদনা সরলাস্ত্র পর্যন্ত প্রসারিত হয়, তৎসহ বারে বারে মলত্যাগ ও প্রস্রাবের বেগ (লিলিয়াম টিগ)। সঙ্গম ইচ্ছা খুব প্রবল। জরায়ু থেকে প্রচুর রক্তস্রাব তৎসহ মল নির্গত হবে এই জাতীয় অনুভূতি।

Read More:সিপিয়া রোগীর গল্প

ঘুম

ভোর ৩টার পর সকাল পর্যন্ত ঘুমাতে পারে না; ঘুম থেকে উঠে খুব খারাপ লাগে। অল্প ঘুমের পরে ভালো, যদি না জাগ্রত হয়।

অঙ্গ-প্রত্যঙ্গ

বাহুদ্বর ও হাতদুটি যেন ঘুমিয়ে পড়েছে এই জাতীয় অনুভূতি। সকালে হঠাৎ হাত ও পায়ের শক্তি হারিয়ে ফেলার অনুভূতি।

চামড়া

শরীর আগুনের মত গরম, বিশেষতঃ মুখমণ্ডল; তথাপি নড়াচড়া করলে অথবা গায়ের চাপা সরিয়ে দিলে শীতবোধ করে। আমবাত, তৎসহ পাকাশয়িক গোলযোগ। ব্রন, চামড়া লালচে ও স্ফীত।

জ্বর

অতিরিক্ত কম্পন, তৎসহ হাতের নখগুলি নীলচে বর্ণ। শীতবোধ। ঘাম টকগন্ধযুক্ত; কেবলমাত্র শরীরের একদিকে ঘাম।ঢাকা খুলে দিলে শীত করে, তথাপি রোগী ঢাকা দেওয়া পচ্ছন্দ করে না। শরীরে শুষ্ক উত্তাপ।

কমা-বাড়া-বৃদ্ধি

সকালে, মানসিক পরিশ্রমে, আহারের পরে, স্পর্শে, মশলাযুক্ত খাদ্যে উত্তেজক বস্তুতে, সাদা দ্রব্যের ব্যবহারে শুষ্ক আবহাওয়ায়। ঠান্ডায়৷

উপশম

সন্ধ্যা সময়ের ঘুমে, যদি এই ঘুমে কেউ ব্যাঘাত না ঘটায়, সন্ধ্যায় বিশ্রামকালে, ভিজে আর্দ্র আবহাওয়ায় (কষ্টিকাম), জোরে চাপ দিলে।

উপসংহার

নাক্স ভমিকা আধুনিক জীবনের ব্যস্ততা ও অতিরিক্ত মানসিক চাপজনিত সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে পারে। এটি স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে এবং শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

আমার এই ‘নাক্স ভমিকা হোমিও ঔষধ’ ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান অথবা যে টপিক সম্পর্কে জানতে চান অনুগ্রহপূর্বক আমাকে কমেন্ট করে জানাতে পারেন সোশ্যাল মিডিয়াতে অথবা আমার পেজে।

নিয়মিত আরো বিভিন্ন বিষয়ে আর্টিকেলগুলো পেতে হলে অবশ্যই আমার ওয়েবসাইটে ভিজিট করবেন। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ!

প্রয়োজনে নিচের ঠিকানায় যোগাযোগ করতে পারেন-

 

সিটি হোমিও রূপায়ন মিলেনিয়াম স্কয়ার,
দোকান নং-116( গ্রাউন্ড ফ্লোর -70, 70/Aপ্রগতি শরণি,
উত্তর বাড্ডা, ঢাকা 1212,বাংলাদেশ।
01736181642

 

Resources:

https://bangladeshhealthalliance.com/blog/

Share this content:

Dr. Khatun invites you to join her in this journey with City Homeo. Your engagement and encouragement are crucial in advancing this endeavor. Together, we can strive towards a healthier community and a better tomorrow.

Leave a Comment