গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান 

গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান – গ্যাস্ট্রিক বা এসিডিটি সমস্যা নাই এমন লোক আমাদের দেশে খুব কমই খুঁজে পাওয়া যাবে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত মসলা জাতীয় খাবার খাওয়া, দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

তবে অনেকেই গ্যাস্ট্রিকের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার উপর ভরসা রাখেন, কারণ এটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং প্রাকৃতিক সমাধান প্রদান করে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, যেটা রোগকে সমূলে ধ্বংস করে এবং ইমিউন  সিস্টেমকে এমন ভাবে তৈরি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান
গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান

 

এই লেখায় গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ ম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, যা আপনাকে দীর্ঘমেয়াদী কাঙ্খিত প্রশান্তি এনে দিতে পারে।

 

গ্যাস্ট্রিকের লক্ষণ  

গ্যাস্ট্রিকের সমস্যা বিভিন্ন লক্ষণ দ্বারা প্রকাশ পায়। নিচে কিছু সাধারণ লক্ষণ দেওয়া হলো-

খাবার হজমে সমস্যা ও পেট ফাঁপা মানে পেটে ভরা ভাব, পেট শক্ত হয়ে যাওয়া আর ফুলে যাওয়া। এতে পেটে বেশি গ্যাস জমে। এটা ব্যথা করতে পারে, পেটে খিঁচুনি বা মোচড় দিতে পারে। প্রচন্ড মাথাও ধরতে পারে। বুক জ্বালাপোড়া করতে পারে, ঢেকুর ওঠে, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া, মুখে দুর্গন্ধ থাকতে পারে।  

   Read more:হিপার সালফার হোমিও ঔষধ

গ্যাস্ট্রিকের কারণ

পেট ফোলার মূল কারণগুলো হলো কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার সমস্যা, গমময়দার অ্যালার্জি, গ্যাস হওয়ার মতো খাবার খাওয়া, বেশি খাওয়া, আবার দীর্ঘক্ষণ খালি পেটে থাকা।অতিরিক্ত তেল মশলাযুক্ত এবং ভাজি পোড়া ও বাঁশি পঁচা  খাবার খাওয়া, ল্যাকটোজ সহ্য না হওয়া, ধূমপান, ক্যাফেইন বা দেরিতে ঘুমানোর কারণে অ্যাসিড রিফ্লাক্স

 

গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ  

হোমিওপ্যাথিক চিকিৎসা রোগের মূল কারণ খুঁজে বের করে এবং সেটির সমাধান প্রদান করে।দোকানে পাওয়া গ্যাস কমানোর ঔষধ বা টনিক সাময়িক আরাম দিতে পারে, কিন্তু সমস্যার মূল কারণ থেকে যায়। হোমিওপ্যাথি ঔষধ গ্যাস্ট্রিক পুরোপুরি সারাতে পারে।

গ্যাস্টিকের হোমিওপ্যাথি ঔষধগুলো হল- 

abies-n. acon. Aeth. agar-em. agar-ph. agro. all-c. alum. alumn. anac. Ant-c. ANT-T. Apis apoc. Arg-n. arn. ARS. ars-i. ars-s-r. asaf. asar. aur. aur-m. bar-c. bar-i. Bar-m. BELL. bell-p. benz-ac. betu. Bism. brom. BRY. Cact. cadm-s. calam. Camph. cann-xyz. Canth. caps. carb-ac. carb-an. carb-v. chel. Chin. chinin-m. chlor. cic. cob-n. Cocc. colch. coloc. cop. cory. cund. cupr. cycl. cyt-l. Dig. elaps EUPH. euph-c. euph-ip. ferr. ferr-p. ferr-s. gaul. gels. Graph. grat. guaj. hell. Hydr. hydr-ac. HYOS. indg. iod. Ip. kali-ar. kali-bi. kali-c. kali-i. kali-m. kali-n. kali-perm. kali-s. kali-sula. kreos. lac-ac. Lac-d. lach. laur. levist. LYC. mag-s. mang-s. merc-c. mez. nat-c. nat-m. nat-s. NUX-V. ox-ac. PHOS. Plb. puls. ran-b. ran-s. rumx-act. sabad. sal-ac. Sang. sanic. Sec. sep. sin-a. spig. squil. stram. sul-ac. Sulph. tab. tarax. tart-ac. Ter. tub-d. VERAT. Verat-v. zinc. zinc-act.

গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান
গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান

 

গ্যাস্ট্রিকের কার্যকরী হোমিও ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

নাক্স ভমিকা (Nux Vomica)  

যখন বেশি মসলা জাতীয় খাবার, চা, কফি বা অ্যালকোহল সেবনের ফলে ও খাবারের পর বেশি গ্যাস জমে গেলে কার্যকর। পাকস্থলী স্থান চাপে অত্যন্ত অনুভূতি প্রবণ। রাতে খাবার বেশ কয়েক ঘন্টা পরে পেটের উপরের অংশ ফোলে ওঠে, তার সাথে পাথরের ন্যায় চাপবোধ। বমি করার ইচ্ছা কিন্তু বমি করতে পারেনা।উপরোক্ত লক্ষণগুলো রোগীর মাঝে পাওয়া গেলে এটি কার্যকর ঔষধ।

 

কার্বো ভেজ (Carbo Vegetabilis)  

অতিরিক্ত গ্যাস ও পেট ফোলে টানটান ভাব, পেট ভারীবোধ,  ঢেকুর উঠে, পেট ভরা ভরা লাগে এবং সাথে থাকে নিদ্রালুতা, পেটে বায়ু জমার ফলে ব্যথা হয়। সে ব্যথা শুয়ে পড়লে বৃদ্ধি।প্রচুর শব্দ করে ঢেকুর, বা শ্বাসকষ্ট। ঢেকুরে খাবারের গন্ধ থাকে।

উপর দিয়ে প্রচুর বায়ু বের হয়। দুধ মাংস ও চর্বিযুক্ত খাবারে অনিচ্ছা। অতি সাধারণ মানের খাবারেও পেটের গোলযোগ দেখা দেয়। পেটের উপরের অংশ অত্যন্ত অনুভূতি প্রবণ। 

 

লাইকোপোডিয়াম (Lycopodium Clavatum)  

বিকেলের দিকে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হলে কার্যকর। খাবারের পরপরই পেট ফুলে যায়। রোগী মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। রোগী অত্যন্ত কৃপণ স্বভাবের হয়। নিচে দিয়ে প্রচুর বায়ু বের হয়। গ্যাসের কারণে ডান পাশে ব্যথা অনুভূত হলে এটি কার্যকর। 

 

পালসেটিলা (Pulsatilla)   

গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা হলে এটি কার্যকর। রিচফুড বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর গ্যাস হলে এবং ঠাণ্ডা বাতাস বা খাবারের পরিবর্তনের কারণে গ্যাস্ট্রিক হলে এটি কার্যকর। 

 

চায়না (China Officinalis)  

বেশি গ্যাস জমে গেলে বা শক্ত হয়ে পেটে ব্যথা হলে বা অতিরিক্ত ঢেকুর উঠলে কার্যকর। রোগীর গ্যাস এমন অবস্থা হয় ওপর দিয়েও বের হয় না, নিচে দিয়েও বের হয় না। এক কথায় পুরা পেটে গ্যাস। মনে হয় পেটটি ফেটে যাবে। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে এটি ভালো কাজ করে।

 

আর্সেনিকাম অ্যালবাম (Arsenicum Album)  

বুক জ্বালাপোড়া হলে এবং গ্যাস্ট্রিকের কারণে বমি বমি ভাব থাকলে কার্যকর। রাতে বেশি গ্যাস্ট্রিক হলে এটি কার্যকর। এসিডিটির কারণে খিদে কমে গেলে এটি উপকারী।

 

ব্রায়োনিয়া (Bryonia Alba)  

গ্যাস্ট্রিকের কারণে কোষ্ঠকাঠিন্য হলে এটি কার্যকর। খাবার পর পাকস্থলীতে চাপবোধ, যেন একটা পাথর আছে এই জাতীয় অনুভূতি। কাশির সময় পাকস্থলীতে টাটানি ব্যথা। গ্রীষ্মকালে উত্তাপে হজম সংক্রান্ত উপসর্গের সৃষ্টি হয়। গ্যাসের কারণে বুকের মাঝখানে ব্যথা হলে এটি কার্যকর।

 

নাট্রাম ফস (Natrum Phosphoricum)  

এসিডিটি ও বুক জ্বালাপোড়া, টক ঢেকুর,  টক বমন, পায়খানা সবুজাভ। খাবারের পর ঢেকুরের সাথে খাবারের অংশ বেরিয়ে আসে।

Read more:আর্থ্রাইটিস রোগের হোমিও ঔষধ ও চিকিৎসা

ম্যাগনেসিয়াম ফস(Magnesium Phosphoricum)

হিক্কা তার সাথে দিনরাত ওয়াকটানা। খুব ঠান্ডা পানির তৃষ্ণা। পেটের ব্যথা চাপে উপশম। পেট ফাঁপার কারণে পেটে ব্যথা। ব্যথার জন্য রোগী দ্বিভাজ হতে বাধ্য হয।ঘষে দিলে,উত্তাপ প্রয়োগে এবং চাপে উপশম। প্রচুর ঢেকুর ওঠে কিন্তু ঢেকুরে উপশম হয় না। 

 

আইরিস ভারসিকলার (Iris Versicolor)  

এসিডিটি থেকে মাথাব্যথা হলে কার্যকর।সমগ্র পাকস্থলীর নলির ভিতরে জ্বালা। টক, রক্ত মিশ্রিত পিত্ত বমন। বমি, বমি বমিভাব,  প্রচুর লালা নিঃসরণ। ক্ষুধার অভাব সহ পেটে বেদনা, কোষ্ঠকাঠিন্য।  

 

রবিনিয়া (Robinia Pseudacacia)

পাকস্থলীতে অতিরিক্ত পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন হলে এই ঔষধ অত্যন্ত কার্যকর। নিস্তেজ এবং ভারীবোধযুক্ত কনকনানি ব্যথা প্রচুর। তার সাথে অম্লযুক্ত তরল পদার্থ বমির সাথে বের হয়ে যায়। এত বমি হয় যে দাঁত পর্যন্ত টক হয়ে যায়। তখন এই ঔষধটি অত্যন্ত কার্যকর। গুরুতর গ্যাস্ট্রিক ও বুক জ্বালাপোড়া। গ্যাসের কারণে ঘুমের ব্যাঘাত ঘটলে এটি কার্যকর।

 

র‍্যাফেনাস(Raphanus)

পেটের ভিতরে প্রচুর বায়ু সঞ্চয় ও স্থানে স্থানে ফাঁপা ভাব। গলার ভিতরে গোলাকার কোন বস্তু আটকে থাকার মতো অনুভূতি। গলার মধ্যে এবং পেটের উপরের অংশে উত্তাপ এবং  জ্বালা। দুর্গন্ধযুক্ত ঢেকুর।  

 

গ্রাফাইটিস(Graphites) 

শীত কাতর রোগী এবং কুষ্ঠদ্ধতাযুক্ত। পেটের ভেতর সংকোচনের অনুভূতি। বারবার পেটে বেদনা। প্রচুর বায়ু জমে যার জন্য জামা কাপড় ঢিলা করে পড়তে বাধ্য হয়। কুঁচকি স্থান অনুভূতি প্রবণ এবং ফুলে। যে দিকে শুয়ে থাকে তার বিপরীত দিকে ব্যথা করে। গ্যাস্টিকের ব্যথা কিছু খাওয়ার পর বা শুয়ে পড়লে সাময়িকভাবে উপশম।

এছাড়া লক্ষণ অনুযায়ী এর্নাককার্ডিয়াম, থুজা, পেট্রোলিয়াম এবং লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে এক একটা ঔষধ এক একটা রোগীর জন্য কার্যকর।

  

গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান
গ্যাস্ট্রিকের হোমিও ঔষধ কার্যকর সমাধান

 

দ্রুত পেটের গ্যাস কমানোর হোমিও ঔষধ

  • নাক্স ভমিকা (Nux Vomica)
  • কার্বো ভেজ (Carbo Vegetabilis) 
  • লাইকোপোডিয়াম (Lycopodium Clavatum)
  • পালসেটিলা (Pulsatilla)
  • চায়না (China Officinalis) 
  • আর্সেনিকাম অ্যালবাম (Arsenicum Album) 
  • নাট্রাম ফস (Natrum Phosphoricum)  
  • ব্রায়োনিয়া (Bryonia Alba)
  • রবিনিয়া (Robinia Pseudacacia)
  • র‍্যাফেনাস(Raphanus)
  • ম্যাগনেসিয়াম ফস(Magnesium Phosphoricum)

Read more:ডায়াবেটিস হোমিওপ্যাথি চিকিৎসা(২০২৫)

শেষ কথা  

গ্যাস্ট্রিকের সমস্যা কমানোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। এটি রোগের মূল কারণ খুঁজে বের করে স্থায়ী সমাধান দেয়। তবে, হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের আগে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলে গ্যাস্ট্রিক সমস্যা একেবারে নির্মূল হয়ে যাবে।

আমার এই লেখাটি যদি আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আমি আসলে চেষ্টা করেছি আপনাদের সহজ ভাষায় বোঝাতে। কোন টপিক সম্পর্কে আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের মনের মত করে লিখার। ধৈর্যধরে এতক্ষন পড়ার জন্য ধন্যবাদ।

চিকিৎসার জন্য প্রয়োজনে যোগাযোগ করতে পারেন-

সিটি হোমিও

রূপায়ন মিলেনিয়াম স্কয়ার,দোকান নং-116
( গ্রাউন্ড ফ্লোর) -70, 70/Aপ্রগতি শরণি,
উত্তর বাড্ডা, ঢাকা 1212,বাংলাদেশ।
01736181642

 

Resources:https://www.lybrate.com/bn/topic/homeopathic-remedies-for-bloating-and-gas

Share this content:

Dr. Khatun invites you to join her in this journey with City Homeo. Your engagement and encouragement are crucial in advancing this endeavor. Together, we can strive towards a healthier community and a better tomorrow.

Leave a Comment